রাজধানীর মহাখালীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শনিবার (২২ নভেম্বর) রাতে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।আমাদের সময়/জেএইচ
শীত মৌসুম শুরু হতেই রাঙামাটিতে ধীরে ধীরে বাড়ছে পর্যটকের আগমন। শীত মৌসুমকে পর্যটনের মৌসুম হিসেবে দেখেন রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের সুবিধা ও আকর্ষণ বাড়াতে উন্নয়ন কার্যক্রম চলছে পর্যটন হলিডে কমপ্লেক্সসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোয়। রাঙামাটি সদরের বার্গিলেক ভ্যালি, বরগাঙ পর্যটন কেন্দ্র, রাঙাদ্বীপ রিসোর্ট, পলওয়েল পার্ক, আরণ্যক, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুসহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের পদচারণা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে রাঙামাটি শহরের আবাসিক হোটেল-মোটেলের ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। রাঙামাটির বিখ্যাত পর্যটন কেন্দ্র বার্গিলেক ভ্যালির পরিচালক সুমেত চাকমা বলেন, বার্গিলেকে এখন শতভাগ কক্ষ বুকিং রয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পর্যটন কমপ্লেক্সে কক্ষ বুকিং দেওয়া শুরু হয়েছে। পর্যটকদের আগমন আগের চাইতে এখন বাড়ছে, সামনে আরও বাড়বে। বিশেষ করে ডিসেম্বরের দিকে বেশি বুকিং রয়েছে। প্রতি বছর ডিসেম্বরের দিকে বেশি পর্যটকের সমাগম ঘটে। এদিকে, সাজেক পর্যটন কেন্দ্
দেশে বারবার ভূমিকম্প অনুভূত এবং এর ফলে শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ রোববারের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমিকম্পের কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো।স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ সারাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়, যার কারণে অনেক শিক্ষার্থী আতঙ্কে হল এবং ক্যাম্পাস ছেড়ে চলে যেতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।আমাদের সময়/জেএইচ
বাংলাদেশে গত কয়েক দশকের মধ্যে গতকাল শুক্রবার সকালের ভূমিকম্পটি ছিল সর্বোচ্চ মাত্রার এবং এর ঝাঁকুনি ছিল স্মরণকালের সর্বোচ্চ। ফলে অনেকেই মনে করতে পারেননি, সর্বশেষ কবে এমন বড় ঝাঁকুনি অনুভব করেছেন। প্রায় ২০ সেকেন্ড ধরে দুলছিল ঢাকার বড় বড় ভবন। পরে জানা যায়, ঢাকার খুব কাছেই নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে এর মাত্রা ৫ দশমিক ৫।বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্র ঝাঁকুনির কারণ উৎপত্তিস্থলের কম গভীরতা এবং রাজধানী ঢাকার একেবারেই কাছাকাছি হওয়া। তাদের মতে, দেশের ভূমিকম্পের সার্কেল (পুনরাবৃত্তি) এবং সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত ভূমিকম্পগুলো বলছে, গতকালের ভূমিকম্পটি বড় ধরনের ভূমিকম্পের কোনো পূর্বাঘাত (ফোর শক) হতে পারে। কারণ ভূমিকম্পের পরাঘাত (আফটার শক) যেমন আছে, তেমনি পূর্বাঘাতও আছে।এর আগে ঢাকার দোহার উপজেলার কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, যা রাজধানীর একেবারেই কাছে। এ থেকে বিশ্লেষকরা মনে
আশপাশের এলাকার পর এবার খোদ রাজধানীতেই ভূমিকম্প উৎপত্তি হলো। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৪ দশমিক ৩ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায়।একই রকম তথ্য দিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তারা জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। তবে মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে নরসিংদীতে। তারা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হ
বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর শনিবার (২২ নভেম্বর) উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন।এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠান
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৮৯ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন ও খুলনা বিভাগে ২৯ জন।প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন। আমাদের সময়/জেএইচ
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরই এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।তবে ভূমিকম্পটির মাত্রা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাত্রা ও উৎপত্তিস্থল জানাচ্ছি।’শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয