গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০৯:১৪
শেয়ার :
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৩

গাজার দক্ষিণ শহর খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি এলাকায় বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে।

স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো হয়েছে বৃহস্পতিবার সকালে। 

১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে প্রাণহানিকর বিমান হামলা ছিল এটি।

বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার ভোরে খান ইউনিসে আশ্রয়প্রাপ্তদের তাবুতে চারটি হামলায় ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

এছাড়া গাজা শহরে একটি ভবনে দুইটি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছেন, এর মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী রয়েছেন। মৃতদেহগুলো আল-শিফা হাসপাতালে নিয়ে আসা হয়।

হামাস এই হামলাকে “ভয়াবহ হত্যাকাণ্ড” হিসেবে নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে যে, ইসরায়েলি সেনারা একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

আল জাজিরা জানায়, নাসের হাসপাতালের সামনে শোকসন্তপ্ত মানুষদের ভিড় দেখা গেছে। মৃতদেহগুলো সাদা কফিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছে। নারীরা স্বজন হারানোর শোকে বীভৎস চিৎকার করছেন। তাদের মধ্যে একজন ছিলেন আবির আবু মুস্তাফা, যিনি ইসরায়েলি হামলায় তার তিন সন্তান ও স্বামীকে হারিয়েছেন। মৃতদেহের পাশে বসে এই নারী তাদের শেষকৃত্যের জন্য প্রস্তুতি দেখছিলেন।

আমাদের সময়/এআই