ক্যাম্পাসে ভূমিকম্প আতঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ০১:৫০
শেয়ার :
ক্যাম্পাসে ভূমিকম্প আতঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

দেশজুড়ে পর পর একাধিক ভূমিকম্পে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন অর্ধশতাধিক বছরের পুরনো হওয়ায় এসব ভবনে ক্লাস করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন শিক্ষক-শিক্ষাথীরা।

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ধাকবে। নিরাপত্তা বিবেচনায় রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা  দেওয়া হয়েছে।  

শনিবার (২২ নভেম্বর)  উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা সার্বিক পরিস্থিতিতি বি বেচনায় নিয়ে কয়েক সম্পাহ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পক্ষে মত দেন। শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে পরে তা দুই সপ্তাহ নির্ধারণ করা হয়। আগগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনি এর কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সিন্ডিকেটের আমন্ত্রণে সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালকর উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। তবে দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অফিস কার্যক্রম চালু থাকবে।