আমাদের সম্পর্কে - দৈনিক আমাদের সময়

দৈনিক আমাদের সময় বাংলাদেশের সর্বোচ্চ পঠিত পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রতিদিন ৫০ লাখের বেশি পাঠক আমাদের সাথে থাকেন।

আমাদের সম্পর্কে

প্রতিদিন ৫০ লাখের বেশি মানুষ আমাদের সময় ছাপা পত্রিকা পড়ে থাকেন। এই জরিপ অনুসারে আমাদের সময় বাংলাদেশের সর্বোচ্চ পঠিত পত্রিকা।

পাঠকসংখ্যা ও জনপ্রিয়তা

জরিপে দেখা গেছে, শুধু পাঠকসংখ্যাতেই নয়, দেশের সবচেয়ে শিক্ষিত এবং আর্থসামাজিকভাবে শীর্ষ স্তরের মানুষদের মধ্যে আমাদের সময় সবচেয়ে জনপ্রিয়। সে কারণে কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডের তথ্য সাধারণভাবে টার্গেট পাঠকের কাছে এবং বিশেষভাবে সমাজে মতামত তৈরি করার মতো মানুষের কাছে পৌঁছাতে আমাদের সময় অন্য পত্রিকার চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে।

অনলাইন উপস্থিতি

ওয়েবসাইট

পাঠকসংখ্যা ও পেজভিউর হিসাবে আমাদের সময়ের অনলাইন সংস্করণ বিশ্বে বাংলা ভাষার শীর্ষতম ওয়েবসাইট। প্রতি মাসে এর ভিজিটর প্রায় ১ কোটি ৬০ লাখ। এদের কারণে আমাদের সময় অনলাইন সংস্করণের পেজভিউ প্রতি মাসে প্রায় ২২ কোটি।

সোশ্যাল মিডিয়া

১ কোটি ৯৬ লাখ অনুসারী নিয়ে আমাদের সময়ের ফেসবুক পেজ বাংলাদেশের যেকোনো শ্রেণিতে সর্বোচ্চ। অনুরাগী, অনুসারী ও পাঠকদের সঙ্গে কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডকে যুক্ত করার দিক থেকে এই পেজ এখন বাংলাদেশে সবার শীর্ষে।

যোগাযোগের ঠিকানা

অফিস

১১৮-১২১, তেজগাঁও শিল্প এলাকা ২

ঢাকা-১২০৮, বাংলাদেশ

যোগাযোগ

ফোন: ৫৫০৩০০০১-৬

ফ্যাক্স: ৫৫০৩০০১১

বিজ্ঞাপন: ৮৮৭৮২১৯, ০১৭৬৪১১৯১১৪

ই-মেইল: mktshomoy@gmail.com

পরিচালনা পরিষদ

সম্পাদক

আবু সাঈদ খান

প্রকাশক

ড. খোন্দকার শওকত হোসেন