ঢাবির চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকা ইশা খাঁ রোডে অবস্থিত এক চিকিৎসকের বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।
জানা গেছে, ওই গৃহকর্মীর নাম ফামেতা মীম (১৫)। তিনি ইশা খাঁ রোডে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামিল আহমদ শাহেদীর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
ডা. মোহাম্মদ জামিল আহমদ শাহেদী বলেন, ‘গত এক বছর তিন মাস ধরে আমার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবা-মা দুজনই আলাদা থাকেন। তাই আমরা আমাদের বাসায় নিয়ে আসি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফাতেমা আত্মহত্যা করেছে দাবি করে তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে বাসার ফাতেমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আমার স্ত্রী। পরে আমরা বিষয়টি শাহবাগ থানা এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে জানাই। পরে তারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।’
কী কারণে আত্মহত্যা করতে পারে জানতে চাইলে শাহেদী বলেন, ‘আমরা যতটুকু জানি, একটি ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে নিয়মিত কথা বলত এবং মাঝেমধ্যেই ছেলেটি বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ফামেতার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা যতটুকু জেনেছি মেয়েটি আত্মহত্যা করেছে।’