নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করবে না এলডিপি। ভাগাভাগির কোনো নির্বাচনে এলডিপি যাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে সে নিবাচনে যাবে এলডিপি।’
আজ শুক্রবার বিকালে মগবাজার গুলফেশা টাওয়ারে দলের নতুন কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আরও বলেন, ‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম, এখন লোভ করাটা হবে পাপ। এখন যদি জনগণের জন্য কিছু কাজ করে যেতে পারি সেটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরে আসলে, ন্যায় বিচার ফিরে আসলে, নির্যাতন-নিপিড়ন থেকে ফিরে আসলে, আমাদের যেসকল সহকর্মী জেলে আছে, আমাদের বন্ধুবান্ধব যারা জেলে আছে তাদের মুক্তির পরেই আমরা নির্বাচনের বিষয়ে চিন্তাভাবনা করব।’
তিনি বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। একটাই দাবি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এলডিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?