রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩, ১৮:৪৮
শেয়ার :
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে কিশোরীসহ দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ধার্মিকপাড়া বটতলা মোতালেব চত্বর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ১৪ বছর বয়সি এক অজ্ঞাত কিশোরী ও রাহিম নামের ২৬ বছর বয়সি এক যুবক। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কেয়ারটেকার সাজু ওরফে মাইকেল (২৫) নামের এক যুবককে অচেতন অবস্থায় মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কিশোরী ও একজন যুবক। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে থেকে শুক্রবার ভোর ৬টার মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই রুমে তারা এলকোহল পান করেছিলেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।