রোগীর পেটে জীবন্ত মাছি!
অস্ত্রোপচার করে পেটের মধ্যে থেকে ছুরি, কাঁচি, পয়সা, এমনকি পাথরও খুঁজে পেয়েছেন চিকিৎসকেরা। তাই বলে রোগীর পেটের মধ্যে জীবন্ত মাছি। শুনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমনটি হয়েছে ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ক্যানসারে আক্রান্ত এক রোগীর কোলোনোস্কপি করতে গিয়ে হতবাক হয়েছেন চিকিৎসকেরা। রোগীর পেটের মধ্যে দেখতে পান, জীবন্ত মাছি বসে আছে।
জানা যায়, ৬৩ বছর বয়সী ওই রোগী আমেরিকার বাসিন্দা। ক্যানসার নিরাময়ের জন্য চলতি বছর মিসৌরি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। ঘটনার দিন কোলোনোস্কপি করার জন্য অন্ত্রের মধ্যে দিয়ে শরীরে ক্যামেরা প্রবেশ করানো হয়। ক্যামেরা শরীরে ঢোকানোর পরেই মনিটরে চোখ রাখেন চিকিৎসকেরা। তখনই তারা দেখতে পান, পেটের মধ্যে জীবন্ত একটি মাছি বসে আছে। তবে শেষমেশ মাছিটি মারা গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পেটের মধ্যে কীভাবে মাছিটি বেঁচে রইল, সেই বিষয়টি জানতে অনেকেই কৌতূহল দেখিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, সবজি এবং ফলের মধ্যে থাকা মাছির লার্ভা অনেক সময় পেটে চলে যায়। তারপর পেটের মধ্যে থাকা অ্যাসিডের সংস্পর্শে মাছি পেটের মধ্যে জন্ম নিতে পারে এবং বেঁচেও থাকতে পারে বহু দিন। অবিশ্বাস্য এ ঘটনাটি মার্কিন জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস