মিশিগানে সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ২ বাংলাদেশি নির্বাচিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৯:১২
শেয়ার :
মিশিগানে সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ২ বাংলাদেশি নির্বাচিত

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামেক সিটির নির্বাচনে কাউন্সিলর পদে ২ জন বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ।

ওই নির্বাচনে ১৬৪৫ ভোট পেয়ে টানা ৪বারের মতো নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মুসা এবং ১৬৩৪ ভোট পেয়ে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন নাঈম লিয়ন চৌধুরী। সেইসঙ্গে মেয়র পদে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদের চেয়ে মাত্র ১১ ভোট ব্যবধানে ইয়ামেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারাবি আন-অফিসিয়ালি নির্বাচিত হয়েছেন।

তবে অ্যাবসেনটি ব্যালটে ত্রুটিপূর্ণ থাকার কারণে বেশ কয়েকটি ভোট চিহ্নিত হওয়ার কারণে মূল ফলাফল ঘোষণা করা হয়নি। প্রাপ্ত ব্যালট যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যালটগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেক্ষেত্রে বাংলাদেশি আমেরিকান মেয়র প্রার্থী মুহিত মাহমুদের এখনো মেয়র হিসেবে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে ২ জন বাংলাদেশিদের বিজয়ে কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে।

আমাদের সময়/আরডি