শীতের শুরুতেই বাড়ছে পর্যটক

সাজেকে বুকিং হয়ে গেছে ৮০ শতাংশ কটেজ

বিহারী চাকমা, রাঙামাটি
২২ নভেম্বর ২০২৫, ১৭:২৩
শেয়ার :
শীতের শুরুতেই বাড়ছে পর্যটক

শীত মৌসুম শুরু হতেই রাঙামাটিতে ধীরে ধীরে বাড়ছে পর্যটকের আগমন। শীত মৌসুমকে পর্যটনের মৌসুম হিসেবে দেখেন রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের সুবিধা ও আকর্ষণ বাড়াতে উন্নয়ন কার্যক্রম চলছে পর্যটন হলিডে কমপ্লেক্সসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোয়।

রাঙামাটি সদরের বার্গিলেক ভ্যালি, বরগাঙ পর্যটন কেন্দ্র, রাঙাদ্বীপ রিসোর্ট, পলওয়েল পার্ক, আরণ্যক, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুসহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের পদচারণা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে রাঙামাটি শহরের আবাসিক হোটেল-মোটেলের ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।

রাঙামাটির বিখ্যাত পর্যটন কেন্দ্র বার্গিলেক ভ্যালির পরিচালক সুমেত চাকমা বলেন, বার্গিলেকে এখন শতভাগ কক্ষ বুকিং রয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পর্যটন কমপ্লেক্সে কক্ষ বুকিং দেওয়া শুরু হয়েছে। পর্যটকদের আগমন আগের চাইতে এখন বাড়ছে, সামনে  আরও বাড়বে। বিশেষ  করে ডিসেম্বরের দিকে বেশি বুকিং রয়েছে। প্রতি বছর  ডিসেম্বরের দিকে বেশি পর্যটকের সমাগম ঘটে।

এদিকে, সাজেক পর্যটন কেন্দ্রে ৮০ শতাংশ হোটেল-মোটেল, কটেজ বুকিং রয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রতি সপ্তাহে সাজেকের রিসোর্ট-কটেজগুলো ৭০ হতে ৮০ শতাংশ আগাম বুকিং থাকে। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনকি সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের ব্যবসা এখন অনেক ভালো চলছে। পর্যটকদের আনাগোনা বাড়ছে। ব্যবসায়ী বন্ধুদের ব্যবসা বেশ ভালো চলছে। তবে গতবারের অগ্নিকাণ্ডে আমার কটেজগুলো পুড়ে যাওয়ায় এখন আমার ব্যবসা নেই। কটেজ নির্মাণের ‘পারমিশনও’ পাচ্ছি না।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্র মতে, বর্তমানে সাজেকে ১০০টির বেশি রিসোর্ট-কটেজ রয়েছে। শীতের মৌসুম হওয়ায় রিসোর্টগুলোয এখন আগাম বুকিং শুরু হয়েছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি শুক্রবারে ১০০ শতাংশ বুকিং থাকছে। 

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, শীতের মৌসুম শুরু হওয়ায় পর্যটকদের আগমণ বেড়েছে। প্রতি সপ্তাহে সাজেকে পর্যটকদের ভিড় থাকে। প্রতিদিন গড়ে প্রায় ৭০০ হতে ১ হাজারের মতো পর্যটকের আগমন ঘটে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি শুক্রবারে পুরো রিসোর্ট-কটেজ বুকিং হয়ে যায়। এই সপ্তাহেও প্রায় ৮০ শতাংশের মতো বুকিং রয়েছে।