বিএনপি নির্বাচনে আসলে সরকার শুভেচ্ছা জানাবে: মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, আমরা তাদেরকে অভিনন্দন জানাব। তারা ধ্বংসাত্মক কাজ ছেড়ে, সাংবিধানিক পথে নির্বাচনে অংশ নিলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে।
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর কেল্লা বাবার মাজার জিয়ারতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক, কমিশন তা বিবেচনা করবে। বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের কোনো আপত্তি থাকবে না।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?