বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা বর্জন করল ইবি ছাত্রদল

ইবি সংবাদদাতা
২২ নভেম্বর ২০২৫, ২১:০৬
শেয়ার :
বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা বর্জন করল ইবি ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম দিবসের মূল আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের আলোচনা সভা থেকে ক্ষোভ প্রকাশ করে বের হয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসন দুই পর্বে আয়োজন করে। সকালে কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দর‌্যালি শেষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলসহ অন্য অংশগ্রহণকারীরা। তবে দ্বিতীয় পর্বের আলোচনা সভায় যোগ দেওয়ার পর নানা অনিয়মের অভিযোগ তুলে অনুষ্ঠান ত্যাগ করেন ছাত্রদল নেতারা।

শাখা ছাত্রদল অভিযোগ করে বলে, গত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল দুর্বল ও অপরিকল্পিত। হলভিত্তিক ফিস্ট আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দিলেও প্রশাসন তা গ্রহণ করেনি। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র দেখানোর বদলে ইরানি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ছবি কোনো কর্মসূচিতে না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘প্রশাসন নামমাত্র দিবস পালন করেছে। হলে ফিস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নাম-ছবি বাদ দেওয়া শিক্ষার্থীদের প্রতি অপমান। বাজেটের অজুহাত দেখানো হলে পদে থাকার নৈতিকতা কোথায়?’

আমাদের সময়/জেএইচ