সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত
জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। জাসদের সকল অংশকে একত্রিত করার উদ্দেশ্যে সক্রিয় ও প্রাক্তন নেতা-কর্মীদের সমন্বয়ে এ আয়োজন করা হয়।
সভায় ডা. মাহফুজুর রহমান বলেন বর্তমান পরিস্থিতিতে জাসদের সকল গ্রুপকে এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। জাসদের সকল অংশের উল্লেখযোগ্য নেতা কর্মীরা আমাদের ঐক্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
নবগঠিত জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতির শক্তি। সে লক্ষ্যে জাসদকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই।
তিনি জাসদের সকল অংশের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে দলের হারানো ঐতিহ্য গৌরব ও সম্মান ফিরিয়ে এনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অনুরোধ জানান।
সভায় আরও বক্তব্য রাখেন- এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো মনিরুজ্জামান, ওয়াজেদ আলি সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর প্রমুখ।