বার্মিংহামের শহরকেন্দ্রে নারীর গলায় ছুরিকাঘাত
বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে এক নারীকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে ‘বিনা উস্কানিতে ও আকস্মিক আক্রমণ’ বলে অভিহিত করেছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার কিছু আগে স্মলব্রুক কুইন্সওয়ে এলাকায় ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় ৩০ বছর বয়সী ওই নারী গলার গুরুতর আঘাত নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, ঘটনার পরপরই আনুমানিক ২০ বছর বয়েসী এক যুবককে ঘটনাস্থলের কাছ থেকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
তদন্ত কর্মকর্তা ডিআই জেমস নিক্স বলেন, ‘আমরা মনে করছি এটি একেবারে অকারণ আক্রমণ। কেন এই ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন।’
তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি যুক্ত রয়েছে বলে আপাতত আমাদের মনে হচ্ছে না।’
এদিকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ফরেনসিক দল কাজ করছে এবং এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং ঘটনার সঠিক কারণ ও পটভূমি জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।’
এছাড়া কেউ যদি ঘটনাটি প্রত্যক্ষ করে থাকেন বা এর সম্পর্কে তথ্য জানেন, তাদেরকে ১০১ নম্বরে ফোন করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
আমাদের সময়/আরআর
আরও পড়ুন:
দেশে পুরুষের চেয়ে নারী বেশি