দুই বছরেও নিয়োগপত্র না পাওয়ায় চাকরিপ্রার্থীদের সিভিল এভিয়েশন ঘেরাও
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)-এ ১৪তম থেকে ২০তম গ্রেডে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘ দুই বছর ধরে নিয়োগপত্র না পাওয়ায় অনশনে বসেছেন শতাধিক চাকরিপ্রার্থী।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সিএএবি সদর দপ্তরের সামনে শতাধিক চাকরিপ্রার্থীরা অংশগ্রহণে এ অনশন কর্মসূচি শুরু হয়।
চাকরিপ্রার্থীরা জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার পর দুই বছর পার হলেও এখনো সম্পূর্ণ ফল প্রকাশ করা হয়নি। প্রায় ৬ শতাধিক চাকরিপ্রার্থী মানবেতর অবস্থায় দিনের পর দিন কাটাচ্ছেন।
তাদের অভিযোগ—সিএএবি কর্তৃপক্ষ চূড়ান্ত ফলের কেবল আংশিক তালিকা প্রকাশ করেছে। দুর্নীতি ও অনিয়মের কারণেই ১৪তম থেকে ২০তম গ্রেডের সম্পূর্ণ ফল প্রকাশ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন অনশনকারীরা।
অনশনস্থলে প্রদর্শিত ব্যানার–প্ল্যাকার্ডে লেখা বিভিন্ন স্লোগানে প্রতিফলিত হয় তাদের ক্ষোভ ও হতাশা—‘দুর্নীতির তালা ভাঙতে হবে, রেজাল্ট আমাদের দিতেই হবে’, ‘রেজাল্ট নিয়ে বাণিজ্য মেনে নেওয়া হবে না’, ‘আমাদের দাবি একটাই—দুর্নীতিমুক্ত রেজাল্ট চাই।’
চাকরিপ্রার্থীরা বলেন, ‘স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, ‘২০২৫ সালের ৭ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে সেই ছাড়পত্র পাওয়া যায়নি।’
আরও পড়ুন:
৩০০ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করছি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বেবিচকের সব প্রস্তুতি শেষ। শুধু মন্ত্রণালয়ের ছাড়পত্রের অপেক্ষা করছি। ছাড়পত্র পাওয়া মাত্রই ফলাফল প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, দীর্ঘসূত্রতা, অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষার্থীরা এর আগেও মানববন্ধন করেন। সর্বশেষ এবার তারা অবিরাম অনশনে বসে দ্রুত ও ন্যায়সংগত সমাধানের দাবিতে দৃঢ় অবস্থান জানিয়েছেন।