ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ঢামেক প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩, ১৭:০৪
শেয়ার :
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর কদমতলীতে বখাটেদের কিলঘুষির আঘাতে আব্দুর রহিম খাঁন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলীর মেরাজ নগর বাসার সামনে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহিমের ছেলে রাকিবুল হাসান অভিযোগ করে বলেন, ‘মেরাজ নগর সি-ব্লকে আমাদের বাড়ি রয়েছে। আজ দুপুরে আমাদের বাসার সামনে ওই এলাকার ইলিয়াস, আব্দুল্লাহসহ বেশ কয়েকজন আড্ডা ও হট্টগোল করছিলেন। সেজন্য আমি তাদের সেখান থেকে চলে যেতে বলি। তখন তাদের সঙ্গে আমার কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। আমাকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও কিলঘুষি এবং ধাক্কা মারেন ওই বখাটেরা। এতে বাবা পড়ে গিয়ে জ্ঞান হারান। দ্রুত বাবাকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’  

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, ‘বাসার সামনে আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় হাতাহাতিতে আব্দুর রহিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’