সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করল বাংলাদেশ
থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সেই সঙ্গে নিশ্চিত হলো দেশের পদকও। টুর্নামেন্ট শুরুর আগেই রূপালি, আঞ্জু-রাত্রিদের লক্ষ্য ছিল ২০১২ সালের পঞ্চম স্থানকে ছাপিয়ে যাওয়া-অবশেষে সেই লক্ষ্য পূরণ হলো।
শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০–৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্রুপের তিন ম্যাচে দুটি জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেরা চার নিশ্চিত করে স্মৃতি-রূপালিরা। এর আগে উগান্ডা ও জার্মানিকে বড় ব্যবধানে হারালেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের কাছে হার মানতে হয়েছিল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে-সমান। প্রথম চার মিনিটে ৫–২ পয়েন্টে এগিয়ে যায় থাইল্যান্ড। দ্রুতই পাল্টা আঘাত হেনে বাংলাদেশ ম্যাচে ফেরে ৭–৭ সমতায়। নবম মিনিটে রেইড দিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শ্রাবণী মল্লিককে। তবুও লড়াই থামেনি দলের। প্রথমার্ধের শেষ দিকে বৃষ্টি বিশ্বাসের সফল রেইডে দুই পয়েন্ট পেয়ে ১৪–১২ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
চিকিৎসা শেষে দ্বিতীয়ার্ধে ফিরে আসেন শ্রাবণী। ফিরে এসেই দলকে উজ্জীবিত করেন তিনি। তিন মিনিটের মধ্যে থাইল্যান্ডকে অল আউট করে বাংলাদেশ এগিয়ে যায় ১৮–১৩ ব্যবধানে। এরপর নবম মিনিটে আবারও অল আউটের ধাক্কা—স্কোরবোর্ডে তখন ৩১–১৮। শেষ পর্যন্ত বড় ব্যবধান ধরে রেখে ৪০–৩১ পয়েন্টে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
বাঁশি বাজতেই স্বাগতিকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে ইনডোর স্টেডিয়াম। লাল-সবুজের পতাকা হাতে ম্যাটে দাঁড়িয়ে দলবদ্ধ উদযাপন করেন খেলোয়াড়রা।
ম্যাচ জয়ের পর বৃষ্টি বিশ্বাস জানান, গ্রুপিং দেখেই থাইল্যান্ডকে হারানোর পরিকল্পনা করেছিলেন তারা। পরিকল্পনা সফল হওয়ায় তিনি খুবই আনন্দিত।
এদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১২ সালের চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইরান। বাংলাদেশের সঙ্গে শেষ চার সম্পূর্ণ হলো নারী কাবাডি বিশ্বকাপের সেরা লড়াই।