‘আর্জেন্টাইনদের কাছ থেকে বর্ণবৈষম্যের শিকার’ রদ্রিগোর পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১২:৪২
শেয়ার :
‘আর্জেন্টাইনদের কাছ থেকে বর্ণবৈষম্যের শিকার’ রদ্রিগোর পাশে নেইমার

মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের রেশ কাটেনি এখনো। উত্তপ্ত সেই ম্যাচের পর এখন চলছে কথার লড়াই। ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন তরুণ রদ্রিগো।

ম্যাচের দিন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময় করেন রদ্রিগো। অভিযোগ আছে, রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো আর্জেন্টাইনরা ‘কাপুরুষের মতো আচরণ করছে’ বলে মন্তব্য করেছেন। যার জবাবে মেসিও বলেছেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কীভাবে কাপুরুষ হই? নিজের দিকে তাকাও।’

ম্যাচের পর অনেক আর্জেন্টাইন সমর্থক আক্রমণের লক্ষবস্তু বানিয়েছেন রদ্রিগোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করেছেন বর্ণবাদী পোস্ট। যেটি নিয়ে পোস্ট করেন রদ্রিগোও। 

তিনি বলেন, ‘বর্ণবাদীরা সবসময়ই তৈরি থাকে। আমার সামাজিক নেটওয়ার্কগুলোতে অপমান এবং সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করা হয়েছে। আমরা যদি তারা যা চায় তা না করি, আমরা যদি সেরকম আচরণ না করি তারা যা মনে করে আমাদের করা উচিত, আমরা যদি এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করি, যখন আক্রমণের শিকার হই তখন যদি মাথা নত না করি, যদি এমন জায়গা দখল করি যা তারা নিজেদের মনে করে, বর্ণবাদীরা তখন অপরাধমূলক আচরণ দিয়ে আক্রমণ করে থাকে। কিন্তু এটা তাদের দুর্ভাগ্য, আমরা থামব না!’  

সেই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে রদ্রিগোকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে এই তারকা লিখেছেন, ‘তোমার উজ্জ্বলতা তাদের গায়ে জ্বালা ধরায়, কখনো থেমে থাকবে না।’

রদ্রিগোর পাশে থেকে মেসি ও ডি পলকে লক্ষ্যবস্তু বানিয়েছেন রদ্রিগোর বাবাও। মেসি, ডি পল ও নিজের সন্তানের সেই উত্তপ্ত বাক্য-বিনিময়ের সময়ের ছবি দিয়ে ইনস্টাগ্রামে রদ্রিগোর বাবা বলেন, ‘কেউ কি বিস্মিত হয়েছেন? ছোট সাধু (মেসি), যে কখনো অন্য খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ায় না।’