৩ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১০:৩৭
শেয়ার :
৩ মিনিটে জোড়া গোল করে আল নাসরকে জেতালেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

আল ওখদুদের বিপক্ষে তিন মিনিটে জোড়া গোল করে  আল নাসরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রিয়াদে শুক্রবার রাতে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সামি আল নাজি গোল করে প্রথমে এগিয়ে দেন আল নাসরকে। ম্যাচের শেষ দিকে এসে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রোনালদো।

পর্তুগিজ এই স্ট্রাইকার প্রথম গোল করেন ৭৭ মিনিটে। অ্যালেক্স টেলেসের ক্রস থেকে বল পেয়ে আল ওখদুদের গোলরক্ষক পাওলো ভিতরকে পরাস্ত করেন সিআর সেভেন।এরপরের গোলটাই ছিল সবচেয়ে দর্শনীয়। গোলরক্ষক ভিতর পোস্টের সামনে অনেকটাই এগিয়ে এসেছিলেন একটি আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু বল চলে যায় সোজা রোনালদোর কাছে। এরপরই অসাধারণ একটি লব করেন তিনি। যেটা গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর।  

চলতি মৌসুমে ১৩ ম্যাচে রোনালদোর এটি ১৫তম গোল। আর এই জয়ের ফলে আল নাসর উঠে এসেছে দ্বিতীয় স্থানে।  ১৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩৪। ৩৩ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৩৫।