কাতারে চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

প্রবাস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৪
শেয়ার :
কাতারে চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত চট্টগ্রামবাসী প্রবাসীদের মধ্যে ঐক্য গঠন, স্বার্থরক্ষা, পারস্পরিক ভাতৃত্ববোধ ও চট্টগ্রামের আঞ্চলিক ঐতিহ্যকে বহির্বিশ্বে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রাম সমিতি কাতার’এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কাতারের স্থানীয় শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর দোহা নাজমায় অভিজাত হোটেল ক্রাউন প্লাজা বিজনেস পার্ক হল রুমে সংগঠনের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রিয়মুখ ইসমাইল মুনসুরকে সভাপতি এবং মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফয়সাল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১০৩ জন বিশিষ্ট সদস্য নিয়ে এ কমিটি ঘোষণা করেন লায়ন মোহাম্মদ মঈন উদ্দিন। 

উল্লেখ্য, এই কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। 

নবনির্বাচিত অন্যান্য উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোহাম্মদ ফজল কবির, মোহাম্মদ আলী, মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, প্রকৌশলী আমানত হোসাইন, শাহদাত হোসেন রিদয়, এসএম মাহবুবুল আলম, উপদেষ্টা আলহাজ

আবুল হাশেম, মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াহিদী, আলহাজ আবুল বাসার মোল্লা, মোহাম্মদ আশরাফুল ইসলামসহ আরও অনেকে। 

এসময় অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জমির উদ্দিন, কাজী ফারুক পেয়ারু। প্রাণবন্ত চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন কাজল। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। 

শীঘ্রই নতুন কমিটির উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের সময়/আরআর