‘দ্বিতীয় পত্র’ দিয়ে ক্যাপ্টেন’স ড্রামার যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৫, ১৩:৫৯
শেয়ার :
‘দ্বিতীয় পত্র’ দিয়ে ক্যাপ্টেন’স ড্রামার যাত্রা শুরু

ইউটিউবে নাটকপ্রেমীদের জন্য নতুন এক প্ল্যাটফর্মের আগমন- Captain’s Drama (ক্যাপ্টেন’স ড্রামা)। নতুন প্রজন্মের নির্মাতা ও অভিনয়শিল্পীদের সৃজনশীল কাজ তুলে ধরার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এই নতুন ইউটিউব চ্যানেলটি। আর সূচনালগ্নেই দর্শকদের উপহার দিলো আবেগঘন ও বার্তাবহ নাটক ‘দ্বিতীয় পত্র’।

নাটকের গল্প লিখেছেন আকাশ পাল, যিনি তার লেখনীতে সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলোকে বাস্তব ধারায় তুলে ধরার জন্য ইতিমধ্যে প্রশংসিত। আর পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা আদিফ হাসান- যার পরিমিত কারিগরি ব্যবহার ও কাহিনি উপস্থাপনের ধরণ নাটকটিকে করেছে আরও প্রাণবন্ত।

‘দ্বিতীয় পত্র’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আরশ খান ও সামিরা খান মাহি। তাদের অভিনয়, সংলাপের স্বাভাবিকত্ব এবং একে অপরের সাথে রসায়ন দর্শকদের নজর কেড়েছে বিশেষভাবে। নাটকের অন্যান্য চরিত্রেও ছিলেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠুসহ অনেকে। তাদের অভিনয় গল্পটিকে আরও শক্তিশালী করেছে।

‘দ্বিতীয় পত্র’ নাটকটির প্রতিটি দৃশ্যে রয়েছে মৃদু আবেগ, বাস্তবতার ছোঁয়া এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার মত সূক্ষ্ম উপাদান।

পরিচালক আদিফ হাসান বলেন, “ক্যাপ্টেন’স ড্রামার প্রথম নাটক হওয়ায় আমাদের দায়িত্বও ছিল অনেক। আমরা চেয়েছি মন ছুঁয়ে যাওয়া একটি গল্প দিয়ে দর্শকদের সামনে হাজির হতে। টিমের সবাই খুব আন্তরিক ছিল, আশা করি দর্শকরাও আমাদের এই প্রচেষ্টা ভালোবাসবে।”

Captain’s Drama টিম জানিয়েছে, এটি তাদের প্রথম নাটক হলেও সামনে নিয়মিতভাবে নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্টসহ বিভিন্ন ধরনের সৃজনশীল প্রযোজনা নিয়ে আসবে তারা। নতুন প্রতিভাদের তুলে ধরার পাশাপাশি মানসম্মত নাট্যকর্ম নির্মাণই তাদের প্রধান লক্ষ্য।

ইতিমধ্যেই নাটকটির প্রমো ও পোস্টার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নতুন স্বপ্ন, নতুন পথচলা- সেই যাত্রার প্রথম চিঠি ‘দ্বিতীয় পত্র’ এখন দেখা যাচ্ছে Captain’s Drama ইউটিউব চ্যানেলে।

আমাদের সময়/ এসএ