‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১২:১৮
শেয়ার :
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিনই প্রকাশ্যে কোনো কথা বলেননি দু’জনে। এক সঙ্গে প্রকাশ্যে তাদের খুব একটা দেখাও যেত না। শেষমেশ রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে সারেন তারা। কিন্তু বিয়ের দু’দিন আগে নাকি মত বদলে ফেলেন ক্যাটরিনা। বিয়ে করার দরকার নেই জানিয়ে দেন ভিকিকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজ়ন ৮-এ এসে তেমন কথাই জানিয়েছেন ভিকি। বিয়ের সময় নিয়ে নাকি সমস্যা হয়েছিল ভিকি ও ক্যাটরিনার মধ্যে.. আর তার জেরেই নাকি বিয়ে পিছিয়ে দিতে চেয়েছিলেন ক্যাটরিনা!

আসলে যখন ভিকি ও ক্যাটরিনার বিয়ের দিন পাকা হয়েছিল ঠিক সেই সময়ে 'জ়রা হটকে জ়রা বাঁচকে' সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ভিকি কৌশল। বিয়ের জন্য ছুটি নিলেও ভীষণ কাজের চাপ ছিল ভিকির। প্রযোজনা সংস্থা ভিকিকে ছুটি দিতে চেয়েছিল মাত্র ২ দিনের।

বিয়ের ২ দিনের মধ্যেই ভিকিকে সেটে ফিরতে হবে শুনেই রেগে যান ক্যাটরিনা। হবু স্বামীকে প্রস্তাব দেন বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য। এভাবে বিয়ে করা নাকি অর্থহীন!

ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই সিনেমার বাকি শুটিং শেষ করেন।

একদিকে কাজ-অন্যদিকে কেরিয়ার... দুই সামলে চলছেন ভিক্যাট। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার নতুন ছবি 'টাইগার থ্রি'।

ভিকির নতুন সিনেমা ‘স্যাম বাহাদুর’ মুক্তি পাবে ১ ডিসেম্বর ।চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল।