রাজধানীতে যুবক গুলিবিদ্ধ
রাজধানীর জুরাইনে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মো. শাহিন বেপারী, বয়স ৩০ বছর। তার বাবার নাম সিরাজ বেপারী। বাড়ি শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবরনগর গ্রামে।
শাহিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তারা বলেন, সেখানে শুধু শুনেলেন কারা যেন তাকে গুলি করেছে। এর বেশি কিছু তারা জানেন না বলে জানান। ’
খবর শুনে ঢামেক হাসপাতালে আসা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, ‘ওই এলাকায় ডিউটি করারকালীন খবর আসে, জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে৷ এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে এসেছি। ঘটনাস্থলেও যাওয়ার সুযোগ হয়নি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি, মাদক কারবারিদের মধ্যে এই গোলাগুলি হয়েছে। ওই যুবক গোলাগুলির মাঝে পড়ে আহত হয়ে থাকতে পারেন। তবে বিস্তারিত পরে বলতে পারব।’
আমাদের সময়/জেআই