সেই রুপলাল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার
রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলাল দাস হত্যা মামলার অন্যতম আসামি রুবেল পাইকারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-১৪ এর একটি বিশেষ দল টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার (২২ নভেম্বর) তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে তারাগঞ্জ থানাপুলিশ তাকে আদালতে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক। তিনি জানান, ঘটনার পর থেকে পলাতক থাকা রুবেল পাইকারকে গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন অগ্রগতি আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ওইদিন রাতে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রুপলাল দাস (৪০) এবং মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাসকে (৩৫) স্থানীয় লোকজন ভ্যানচোর সন্দেহে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই রুপলালের মৃত্যু হয়। পর দিন ভোরে প্রদীপ দাস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রদীপ দাস ছিলেন রুপলালের ভাগনি জামাই।
আমাদের সময়/আরডি