গুগল ক্রোমে নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১২:৪৮
শেয়ার :
গুগল ক্রোমে নতুন ফিচার

গুগলের ক্রোম ব্রাউজার এখন আরও স্মার্ট হতে চলেছে। সাধারণত আমরা বিভিন্ন ওয়েবসাইটে কেনাকাটা বা ফর্ম পূরণের সময় অটোফিল ব্যবহার করি—এখন থেকে ক্রোম ব্রাউজার লাইসেন্স, পাসপোর্ট এবং গাড়ির বিবরণও অটোফিল করতে পারবে।

নতুন অটোফিল ফিচার কীভাবে কাজ করবে

আগের মতো অটোফিল শুধু নাম, ফোন নম্বর বা ঠিকানা পূরণ করত, এবার আরও এক ধাপ এগিয়েছে। ক্রোম এখন ব্যবহারকারীর লাইসেন্স নম্বর, পাসপোর্ট নম্বর এবং গাড়ির বিবরণ সংরক্ষণ করবে এবং পরের বার যেকোনো ফর্ম পূরণ করতে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ করবে।

ওয়েব ব্রাউজারটি ফর্ম পড়ে সঠিকভাবে তথ্য পূরণ করতে পারবে। নতুন অটোফিল বিকল্পটি ডিফল্টভাবে চালু থাকবে না; ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে এটি সক্রিয় করতে পারবেন। এছাড়া, ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং চাইলে যে কোনো সময় ডেটা মুছে ফেলা যাবে।

কার জন্য সুবিধাজনক?

এই ফিচারটি বিশেষভাবে কাজে লাগবে যারা নিয়মিত অনলাইনে ফর্ম পূরণ করেন, যেমন সরকারি বা বেসরকারি সেবা, গাড়ি নিবন্ধন, পাসপোর্ট ফর্ম বা অনলাইন কেনাকাটা। একবার তথ্য যোগ করলে, পরবর্তীতে এটি পুনরায় টাইপ করতে হবে না—সব হবে অটোফিলের মাধ্যমে।

গুগলের নিরাপত্তা ও অন্যান্য উদ্যোগ

গুগল জানিয়েছে, উন্নত অটোফিল ফিচার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবে। এছাড়া, সম্প্রতি গুগল জানিয়েছে যে, স্ক্যাম বার্তা ও কলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইস আইফোনের তুলনায় বেশি নিরাপদ। গুগল এআই-ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে স্ক্যামারদের দমনে কাজ করছে, যা বিশ্বব্যাপী $৪০০ বিলিয়ন ডলারের প্রতারণা প্রতিরোধে সাহায্য করবে।

আমাদের সময়/ টিটিএ