দশমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০৯:০২
শেয়ার :
দশমবার মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার

ভারতের বিহারে বিধানসভার নির্বাচনে এনডিএ জোটকে বিশাল জয় পাইয়ে দেওয়া নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রী হলেন। জনতা দল (ইউনাইটেড) বা জেডি-ইউ দলের এই নেতা গতকাল দশম বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এনডিটিভির

নীতীশ গত বুধবার তাঁর পূর্বতন দায়িত্ব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর পরই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করেন। তিনি জানান, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর বিধানসভা দল সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করেছে। এরপর গতকাল পাটনার গান্ধী ময়দানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নিলেন।

নীতীশের প্রশংসা করে সাবেক মুখ্যমন্ত্রী, জেডি-ইউ নেতা জিতন রাম মাঞ্জি বলেন, ‘এ সময়ে এমন নেতা খুব কমই আছেন, যাঁরা সরকারবিরোধী মনোভাবের চাপ এড়িয়ে যেতে পারেন। ২০ বছর ক্ষমতায় থেকেও নীতীশ কুমারের জনপ্রিয়তা এখনও উঁচুতে।’