লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু
দেশব্যাপী স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
ঢাকা ও মফস্বল এলাকায় ভর্তির ফি নির্ধারণ করা হলেও অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
গত কয়েক বছরের মতো এবারো ডিজিটাল লটারি হবে। ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
আবেদন করা যাবে টেলিটকের ওয়েবসাইট থেকেও। লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। এবারও ভর্তির ক্ষেত্রে থাকছে দুইটি অপেক্ষমান তালিকা। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এবার রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি ফি নিতে পারবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা। মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় সর্বোচ্চ ১ হাজার টাকা এবং মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
ফি নির্ধারণ করা থাকলেও প্রতি বছর অনেক স্কুল অতিরিক্ত ফি আদায় করে বলে অভিযোগ অভিভাবকদের।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সময়/এআই