দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয়: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন। দেশের মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গণে তার অবদান ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার শাসনামলে খেলাধুলায় ব্যাপক উন্নতি ঘটেছিল বাংলাদেশে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে আরও উচ্চশিখরে নিয়ে যেতে চাই।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্সের আয়োজনে শহিদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি সুস্থ দেহ একটি সুস্থ সমাজ আর মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই জেলা পর্যায় খেলাধুলার মান বাড়াতে হবে। তাহলে জেলা পর্যায় থেকে আরও উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। তারা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দেবে।’ আগামীতে টাঙ্গাইলকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক জেলায় প্রতিষ্ঠায় করার লক্ষ্যে সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, ‘পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ দেশের মানুষের কাছ থেকে দীক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দেশের জনগণ তাদের ঘৃনাভাবে প্রত্যাখ্যান করেছে। কোনভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তারা হত্যা করেছে। বিএনপির অনেক নেতাকর্মীদের গুম করেছে। আর কোনোভাবেই যেন এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে।’
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ক্রীড় সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়ন্সের পরিচালক আাবু নাসির মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সৈয়দ জামাল ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্ট মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
আমাদের সময়/জেআই