তিমুর লেস্তেকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
শেয়ার :
তিমুর লেস্তেকে বিধ্বস্ত করল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে গোলাম রব্বানী ছোটনের দল ৫-০ গোলের বড় জয়ে উড়িয়ে দেয় তিমুর লেস্তেকে। দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। বাকি তিন গোল আসে রিফাত, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহমেদের পা থেকে।

সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনেইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের তরুণরা। মানিকের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করেন রিফাত কাজী। ২৮তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে মানিকের শটে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির ঠিক আগে আবারও জালের দেখা পান মানিক। গোলমুখে তৈরি জটলার সুযোগ কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে নেন ৩-০তে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি দলকে করেন ৪-০। ম্যাচের শেষ মুহূর্তে, ৮৮তম মিনিটে, আকাশ আহমেদের দুর্দান্ত দূরপাল্লার শট নিশ্চিত করে বাংলাদেশের ৫-০ গোলের বড় জয়।