সাভারে বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখা

অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩২
শেয়ার :
সাভারে বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখা

সুপরিচিত এসথেটিক স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস, সাভারে তাদের নতুন শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্বমানের স্কিনকেয়ার, অথেনটিক ডার্মো কসমেটিকস এবং এক্সপার্ট ডাক্তার কনসালটেশনের সুবিধা এখন আরও কাছে পাচ্ছেন সাভারবাসী। 

আগামী শনিবার (২২ নভেম্বর) সাভারে বায়োজিনের ১৮তম শাখা উদ্বোধন করা হচ্ছে। এ উপলক্ষে সাভারের জলেশ্বর, শিমুলতলার এম.কে. টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে ট্রিটমেন্ট ও প্রোডাক্টে থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত বিশেষ ছাড়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা খাতুন বলেন, নিজেকে পরিপাটি রাখার জন্য নিয়মিত স্কিন বা হেয়ার ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। এ জন্য আমাদের মিরপুর পর্যন্ত যেতে হতো। সাভারে ব্রাঞ্চ চালু হওয়ায় স্থানীয় নারীরা এখন সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সেবা হাতের কাছেই পাবেন। আমি মনে করি, যাদের এতদিন সময়, দূরত্ব বা নিরাপত্তার কারণে সেবা গ্রহণে সমস্যা হতো—তাদের জন্য এটি বড় সুবিধা।

এ শাখায় থাকছে বায়োজিনের নিজস্ব ব্র্যান্ড বায়োকেয়ার–এর ন্যাচারাল ও সেইফ ইনগ্রেডিয়েন্টে তৈরি স্কিনকেয়ার প্রোডাক্ট, নিরাপদ বিউটি সাপ্লিমেন্টস, স্মার্ট লাইফস্টাইল সামগ্রীসহ নির্বাচিত ইউরোপিয়ান ব্র্যান্ডের অথেনটিক ডার্মো কসমেটিকস। পাশাপাশি থাকবেন অভিজ্ঞ ডাক্তার ও নিউট্রিশনিস্ট, যাঁরা গ্রাহকের ত্বকের ধরন ও বিশেষ প্রয়োজন অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট ও পরামর্শ প্রদান করবেন।

দেশজুড়ে স্কিন ও হেয়ার কেয়ারে আস্থার প্রতীক হিসেবে বায়োজিন কসমেসিউটিক্যালস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। একে যুক্ত হলো আরও একটি পালক, সাভারে শুরু হচ্ছে প্রতিষ্ঠানটির ১৮তম ব্রাঞ্চের আনুষ্ঠানিক যাত্রা।