মোবাইল বাজারে গুজব, ধর্মঘটে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ০৩:০৫
শেয়ার :
মোবাইল বাজারে গুজব, ধর্মঘটে অস্থিরতা

সারাদেশের মোবাইল ফোন বাজারে বিরাজ করছে অস্বাভাবিক অস্থিরতা। একদিকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) জানিয়েছে, দেশের কোনো বৈধ মোবাইল ফোন বিক্রয়কেন্দ্র বন্ধ নেই। অন্যদিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ঘোষণা দিয়েছে - বুধবার থেকে সারা দেশে মোবাইল বিক্রি বন্ধ থাকবে। এই দুই বিপরীত ঘোষণায় ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি।

এমআইওবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ দেশের অনুমোদিত মোবাইল নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানের সব ব্যান্ড শপ ও বিক্রয়কেন্দ্র নিয়মিত খোলা রয়েছে। সাপ্তাহিক বন্ধ ছাড়া দোকান বন্ধ রাখার কোনো নির্দেশ, পরিকল্পনা বা পরিস্থিতি নেই। ভোক্তাদের গুজবে বিভ্রান্ত না হয়ে বৈধ চ্যানেল থেকে ফোন কেনার আহ্বান জানান তারা।

কিন্তু এর বিপরীতে এমবিসিবি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়Ñ এনইআইআর বাস্তবায়ন এবং সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে ডিবি কর্তৃক ‘উঠিয়ে নেওয়ার’ প্রতিবাদে তারা সারা দেশে দোকান বন্ধ রাখবে। সংগঠনের নেতাদের ভাষ্য, পিয়াসকে মুক্তি না দিলে তারা ‘দেশ অচল’ করে দেওয়ার কর্মসূচিতে নামবে।

সংবাদ সম্মেলনের আগে ব্যবসায়ীরা ডিবি কার্যালয় ঘেরাও করেন। সাংবাদিক মিজানুর রহমানকে সকালে ছেড়ে দেওয়া হলেও পিয়াস ডিবি হেফাজতে আছেন বলে পরিবার জানিয়েছে।