ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
আরেকজন অচেতন
রাজধানীর ডেমরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি অফিসকক্ষ থেকে কিশোরীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ধার্মিকপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত বটতলা মোতালেব চত্বর এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানাপুলিশ। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার সাজু ওরফে মাইকেল (২৫) নামে একজনকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত কিশোরী (১৪) ও রাহিম (২৬) নামের যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন কিশোরী ও একজন যুবক। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৬টার মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। মনে হচ্ছে, রুমে তারা অ্যালকোহল পান করেছিল, যার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ভর্তি ৬৪৫