১৮১ আসনে প্রার্থী চূড়ান্ত জাসদের
আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৩০০ সংসদীয় আসনের বিপরীতে ১৮১টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। এবারো আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করবে দলটি। তাই জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকেই ভোট করতে আগ্রহী জাসদ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সমঝোতার ভিত্তিতে এই ১৮১ আসনের প্রার্থী বদল হতে পারে। যেসব আসনে জয়ের ব্যাপারে আশাবাদী সেসব আসন রেখে বাকিগুলো আওয়ামী লীগের জন্য ছেড়ে দিয়ে তাদের সমর্থন দিতে পারে দলটি। গতকাল শুক্রবার ১৮১ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা (আংশিক) প্রকাশ করেছে জাসদ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। নির্বাচনী প্রতীকের বিষয়ে ইনু বলেন, ‘জোটের দল হিসেবে নৌকা প্রতীকেই ভোট করব আমরা।’ গত দুবারের নির্বাচনের মতো এবারও নিজেদের আসন ধরে রেখেছেন দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক। জাসদ সভাপতি ইনু কুষ্টিয়-২ এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ থেকে নির্বাচন করবেন। বিএনপি শেষ পর্যন্ত ভোটে না এলে আরও কিছু আসনে প্রার্থী দিতে পারে জাসদ। সেক্ষেত্রে ৩০ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চায় দলটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হকসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন:
ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার