ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ভর্তি ৬৪৫
প্রকোপ কমলেও ডেঙ্গুতে থামছে না প্রাণহানি। চলতি মাসে প্রতিদিন গড়ে হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় তা হাজারের নিচে নেমেছে। একই সঙ্গে এ সময়ে মারা গেছেন ছয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু আক্রান্ত ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত জুলাই থেকে একদিনে ভর্তি রোগী এটাই সবচেয়ে কম। এর মধ্যে ৪৯১ জনই ঢাকার বাইরের বাসিন্দা। এতে করে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে নতুন করে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ১ হাজার ৫৮৩ জন ভাইরাসটিতে ভোগে প্রাণ হারালেন। সরকারি হিসাব বলছে, এ বছর আক্রান্ত রোগীর প্রায় ৬০ শতাংশ পুরুষ। তবে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই নারী। মোট মৃত্যুর ৫৭ শতাংশের বেশি নারী।
রামেক হাসপাতালে মৃত্যু ৪ : ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৪ রোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১২৭ ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি আছেন। একদিনে এ হাসপাতালে মৃত্যুর সংখ্যায় এটি রেকর্ড।
আরও পড়ুন:
ডেমরায় এক কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ
শুক্রবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ ৪ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে ৪ হাজার ৮৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন:
আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার