ইনোভেশন ওয়ার্ল্ড কাপে ইউআইটিএসের শিক্ষার্থীদের স্বর্ণপদক অর্জন

ক্যাম্পাস সময় ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৫:১২
শেয়ার :
ইনোভেশন ওয়ার্ল্ড কাপে ইউআইটিএসের শিক্ষার্থীদের স্বর্ণপদক অর্জন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তাদের চারটি দলের মধ্যে দুটি দল দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবকদের মধ্যে স্বর্ণপদক ও সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ৭ নভেম্বর ২০২৫। সারাদেশের ৪০৬টি দল ও প্রায় ১,৫০০ উদ্ভাবকের মধ্য থেকে ইউআইটিএসের দলগুলো নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ৮৫ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নেয়। এই অসাধারণ অর্জনের মাধ্যমে বিজয়ী দল দুটি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কমপিটিশন ও ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে, যা আগামী ২৮-৩১ জানুয়ারি ২০২৬ বানডুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। স্বর্ণপদকপ্রাপ্ত দলের নাম থ্রি জিরো। দলের সদস্য- মো. ইব্রাহিম, শারমিন ইমা, ফারহানা মেহজবিন তুষ্টি ও আসিফ মুনতাসির সিফাত। সম্মানজনক পুরস্কার অর্জন করে দল সাউন্ড ভিশন। দলের সদস্য : ইশরাক উদ্দিন চৌধুরী, কাজী মো. আজহার উদ্দিন আবীর, ফাহিমা আবিদা চৌধুরী, সুমাইয়া বিনতে ইসমাইল ও আব্দুল মোমেন সাফিন।