ইবিতে শীতের আগমনী বার্তা

আহসান হাবীব রানা
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ইবিতে শীতের আগমনী বার্তা

শীতলতা নিয়ে ঘন কুয়াশা ভেদ করে শীতের আগমনী বার্তায় মুখরিত অনিন্দ্যসুন্দর সবুজ ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়। শীতের সকালে ক্যাম্পাসের সৌন্দর্য থাকে দেখার মতো। সকাল হলেই পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে ১৭৫ একর। ক্যাম্পাসের এমন মোহনীয় সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েন অনেকেই। বঙ্গবন্ধু হল থেকে পশ্চিম পাড়া হয়ে মফিজ লেক, লেক পেরিয়ে প্যারাডাইস রোড বা ভিসি রোড, কেন্দ্রীয় খেলার মাঠ প্রকৃতিপ্রেমীদের ডেকে নিয়ে আসে হেমন্তের স্নিগ্ধ সকালে প্রকৃতির রূপ-রস আস্বাদনে। শীতের ঋতুতে ইবি ক্যাম্পাসের প্রধান আকর্ষণ নানা রঙের ফুল। ইবিতে শীত মানেই দারুণ একটা ব্যাপার। সাইবেরিয়ার তীব্র শীত থেকে বাঁচতে প্রতিবছর অতিথি পাখির আসর বসে এখানে। লাল শাপলা হাসিমুখে স্বাগত জানিয়েছে এই অতিথি পাখিদের। শীতের শিশির স্নাত সকালের বর্ণনা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম রাহাত বলেন, ‘ক্যাম্পাসের অপরূপ প্রকৃতি এবং চারদিকে সবুজ গাছের সমারোহের কারণে ইবিতে শীত অন্যরকম। সবুজ ক্যাম্পাসকে আরো আকর্ষণীয় করে তোলে। রোজ সকালে বের হই, কুয়াশাভেজা ঘাস থেকে শিউলি কুড়াই।