ইউআইএইচপি প্রোগ্রামে ইউআইটিএস শিক্ষার্থীদের সাফল্য

ক্যাম্পাস সময় ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
ইউআইএইচপি প্রোগ্রামে ইউআইটিএস শিক্ষার্থীদের সাফল্য

শিক্ষার্থীদের নিয়ে দেশের সর্ববৃহৎ স্টার্টআপ ইনকিউবেটর প্রোগ্রাম ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) সফলভাবে সম্পন্ন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীদের ১১টি দল। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই অনন্য ইনকিউবেটর প্রোগ্রাম দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি করার উদ্দেশ্যে গঠিত। গত জুলাই থেকে অক্টোবর, ২০২৫ পর্যন্ত তিন মাসব্যাপী নিবিড় স্টার্টআপ প্রশিক্ষণ শেষে ইউআইটিএসের অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ৬টি উদ্ভাবনী দল UIHP@UIU Launchpad-এ চূড়ান্তভাবে অনুদান পাওয়ার জন্য নির্বাচিত হয়। এই ছয়টি দল সম্মিলিতভাবে মোট ১,৭০,০০০ টাকা অনুদান অর্জন করেছে এবং তাদের নিজ নিজ ইনোভেশন কোহর্টে পুরস্কৃত হয়েছে। ২০২৫ সালের ২০ অক্টোবর ইউআইটিএস এই ছয়টি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদলকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এবং ইউআইটিএসের উপাচার্য ড. মো. আবু হাসান ভূঁইয়া। এই সাফল্য ইউআইটিএসের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও উদ্যোক্তা তৈরিতে সাহায্য করবে। ত্ত