হত্যা মামলায় মেনন-আতিক-পলক গ্রেপ্তার
জুলাই আন্দোলনে রাজধানীর বনানী এলাকায় কারখানার কর্মী মো. শাহজাহান (২২) হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজীসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট সাদেকুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আরও পড়ুন:
১১ বছরেও বিচারে অগ্রগতি নেই
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শাহজাহান দুপুরের খাবার খেয়ে ফেরার পথে মহাখালী ফ্লাইওভারে নিচে মিছিলে অংশ নেয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মারা যান তিনি।
এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর মা সাজেদা বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে মামলা করেন।