নাশকতার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার
নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এদিকে জেলা পুলিশের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগের ভিত্তিতে সুধারাম থানায় আটজন, বেগমগঞ্জ থানায় ছয়জন, কোম্পানীগঞ্জ থানায় সাতজন, চরজব্বর থানায় একজন, সোনাইমুড়ী থানায় একজন ও চাটখিল থানায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।