ইসলামী ব্যাংকের বিশেষ পরীক্ষা বয়কটের ঘোষণা
কর্মকর্তাদের চট্টগ্রামে সমাবেশ
চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ তুলে ইসলামী ব্যাংকের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির হাজারো কর্মকর্তা। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তারা। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তারা অংশ নেন। পরে প্রেসক্লাবে উপস্থিত থাকা অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে স্মারকলিপি দেন।
গত ২২ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ‘স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট’ পরীক্ষার তারিখ ঘোষণা করে এবং পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করে নোটিশ জারি করে। নতুন তারিখ অনুযায়ী আজ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মকর্তাদের অভিযোগ, এই পরীক্ষার আড়ালে চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
গতকাল সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে কর্মকর্তারা জামালখান এলাকায় জড়ো হন। বেলা ১১টার দিকে প্রেসক্লাব থেকে লিচুবাগান পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে বক্তব্য দেন ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ ইস্কান্দার সুজন, এস.এম. এমদাদ হোসাইন, মোহাম্মদ ইকবাল, দিলরুবা আক্তার, শারমিন আক্তার, নাসরিন জান্নাত প্রমুখ।
বক্তারা জানান, এক মাস আগে এই পরীক্ষার বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট পরীক্ষা প্রক্রিয়া স্থগিত করেন এবং নিয়মিত প্রোমোশনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু হাইকোর্টের সেই আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আবার পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
নোটিশে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ চাকরিতে বহাল থাকা ও ক্যারিয়ার উন্নতির পূর্বশর্ত। অনুপস্থিতদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এতে কর্মকর্তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।