দুর্ভোগ লাঘবে চিলমারীতে শুরু হলো সড়ক সংস্কার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
দুর্ভোগ লাঘবে চিলমারীতে শুরু হলো সড়ক সংস্কার

চিলমারী উপজেলার থানাহাট বাজারে মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। প্রায় একযুগ আগে কার্পেটিং হওয়া সড়কটির বেশির ভাগ অংশজুড়েই রয়েছে গর্ত। উপজেলার বেশির ভাগ মানুষই ওই সড়ক দিয়ে যাতায়াত করতে দুর্ভোগে পড়েন।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০২৩-২৪ অর্থবছরে ‘গ্রামীণ সড়ক’ মেরামত ও সংরক্ষণের আওতায় উপজেলার থানাহাট জিসি হতে বজরা জিসি সড়ক পর্যন্ত ১৭শ ৪৬ মিটার সড়ক মেরামত ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে এলএসডি মোড় থেকে সিসি ঢালাই হবে ২৪১ মিটার ও বাকি অংশটুকু হবে কার্পেটিং। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৮২ টাকা এবং চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩ হাজার ৯৭৭ টাকা। কাজটি করছেন স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নাছিমা ট্রেডার্স। উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় চলাচল করতে মানুষের সমস্যা হতো। বর্তমানে ১৭৪৬ মিটার রাস্তার কাজ শুরু হয়েছে। এর মধ্যে ২৪১ মিটার আরসিসি হবে। কাজটি জনপ্রতিনিধিসহ সবাই সর্বাত্মক চেষ্টায় শতভাগ সঠিকভাবে করে নিতে এলজিইডি থেকে সব সময় তত্ত্বাবধান করা হচ্ছে।