দুই আসনে নৌকার প্রার্থী হতে চান ৩২ নেতা

নড়াইল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
দুই আসনে নৌকার প্রার্থী হতে চান ৩২ নেতা

নড়াইলের দুটি আসনে নৌকার প্রার্থী হতে চান ৩২ জন। এর মধ্যে নড়াইল-১ আসনে বর্তমান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিসহ ১১ জন এবং নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাসহ ২১ জন প্রার্থী। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আবার জমাও দিয়েছেন এসব প্রার্থী। দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদরের ৫টি ইউনিয়ন ও কালিয়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়েছেন ১১ জন। এর মধ্যে নড়াইলে-১ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ^াস, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুর রহমান, অসিত বরন সাহা, মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমার আল আমীন, অ্যাডভোকেট (পিপি) মোহাম্মদ এমদাদুল হক ও শ্যামল দাস টিটো।

এছাড়া ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম (দলের মনোনীত) এবং সিকদার মো. শাহাদাত হোসেন (স্বতন্ত্র) নড়াইল-১ আসনে প্রার্থিতার জন্য রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮ ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়েছেন মোট ২১ জন। তারা হলেনÑ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আইয়ূব আলী ও এস এম আসিফুর রহমান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল বাসার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব) এএম আবদুল্লাহ, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু, কেন্দ্রীয় কৃষক লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. তরিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞানী কাজী জাহিদুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা রেজা, অধ্যাপক ড. কে এম সালাহউদ্দীন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমান আমেরিকা প্রবাসী মো. জসিম উদ্দিন কনক, সাংবাদিক মো. নূর ইসলাম, মো. হাবিবুর রহমান তাপস, শাহাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি লায়ন মো. মনির হুসাইন, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য পলাশ হাজরা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, ব্যারিস্টার আমিনুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সবাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাসানুজ্জামান।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, মনোনয়ন অনেকেই কিনতে পারেন তাতে কোনো বাধা নেই, তবে দল থেকে যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই মিলে একসঙ্গে তার পাশে থেকে কাজ করব।