উৎসে কর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের

আবু আলী
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
উৎসে কর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের

সরকারি সিকিউরিটি বা অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, কর বৃদ্ধির আগে ব্যবসায়িক প্রভাবগুলো ভালোভাবে বিবেচনা করা উচিত।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ‘অর্থসংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই অধ্যাদেশের আওতায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সংশোধন করে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ আদেশ দ্বারা ভ্যাট অব্যাহতি প্রদানের বিধান করা হয়েছে। পাশাপাশি আয়কর আইন ২০২৩ সংশোধনের মাধ্যমে সরকারি সিকিউরিটি বা অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে পরিচালিত বাস ও পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধান সংযোজন করা হয়েছে।

সংশোধনীতে ভ্যাট অব্যাহতি প্রদানের বিধান যুক্ত করাকে ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি আমাদের সময়কে বলেন, অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে করভার বাড়বে, যা ব্যবসায়ীদের ওপর পড়বে। ফলে বিনিয়োগে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, এ সংশোধনীগুলো ব্যবসায়িক পরিবেশে মিশ্র প্রভাব ফেলবে। ভ্যাট অব্যাহতি প্রদানের ক্ষমতা নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ ও ব্যবসা সহজ করবে। তবে সরকারি সিকিউরিটিতে উৎসে কর বাড়ানো করপোরেট খাতে বিনিয়োগ অনীহা তৈরি করতে পারে। পরিবহন খাতে চূড়ান্ত করযোগ্য আয় নির্ধারণের বিধান রাজস্ব আহরণ সহজ করবে, কিন্তু উদ্যোক্তাদের ব্যয় বাড়াতে পারে।

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, যে কোনো ধরনের কর বাড়ালে তার নেতিবাচক প্রভাব পড়ে। সরকারি সিকিউরিটি বা অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে এতে ব্যবসায়ীদের খরচ বাড়বে। যার প্রভাব অর্থনীতিতেও পড়বে।