নিলয় হত্যাচেষ্টায় গ্রেপ্তার নাসার নজরুল

আদালত প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
শেয়ার :
নিলয় হত্যাচেষ্টায় গ্রেপ্তার নাসার নজরুল

জুলাই আন্দোলনে ভাটারার ফরাজী হাসপাতালের সামনে নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

এদিন ‎নাসার নজরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ভাটারা থানার এসআই হাফিজুর রহমান। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেলে ভাটারার ১০০ ফিট নতুন বাজারস্থ ফরাজী হাসপাতালের সামনে মিছিল হয়। তখন তাদের ওপর হামলা চালানো হলে গুলিবিদ্ধ হন নাঈম হাসান নিলয়।

পরে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে গত ১৪ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনকে আসামি করে মামলা করেন নিলয়।