যত বাধাই আসুক আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলেই যাব: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
যত বাধাই আসুক আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলেই যাব: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায়। কিন্তু আমি ওদেরকে ছাড়ব না। ওরা জানে না, আমি উজান গাঙের নাইয়া। যত বাধাই আসুক, আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলেই যাব।

গত বুধবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইন বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ফজলুর রহমান।

এ বীর মুক্তিযোদ্ধা বলেন, আমি ঝগড়ার মানুষ নই। কিন্তু যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, যখন দেখছি মুক্তিযুদ্ধের কবর দিয়ে দেবে, ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগ বৃথা যাবে আর দুই লাখ মা-বোনদের ইজ্জতের মূল্য থাকবে না, তখন আমি মনে করেছি আমার জীবন থাকতে আমি তাদের ছাড়ব না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।

মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ ভূঞা, বীর মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র নাথ, সিনিয়র আইনজীবী উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট ফজলুর রহমানের ছেলে ব্যারিস্টার অভিক রহমান প্রমুখ।