টাঙ্গুয়ায় অনিয়ন্ত্রিত পর্যটন দেখে উদ্বিগ্ন প্রাণিসম্পদ উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
টাঙ্গুয়ায় অনিয়ন্ত্রিত পর্যটন দেখে উদ্বিগ্ন প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, টাঙ্গুয়ার হাওর মাদার ফিশারি। এটি মাছ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ জলাশয়। একই সঙ্গে এটি রামসার সাইটের একটি এলাকা। এখানকার জীববৈচিত্র্যসহ সবকিছু রক্ষা করতে হবে। এখানে অবৈধ জালের ব্যবহার হচ্ছে। এ জালের ব্যবহারকারীকে ধরা হচ্ছে, কিন্তু যেখানে উৎপাদন ও বিক্রয় হয়, ওখানে পরে অভিযান চালাব আমরা।

উপদেষ্টা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে দায়িত্বজ্ঞানহীন, অনিয়ন্ত্রিত পর্যটন দেখে উদ্বিগ্ন হলাম। আমরা দেখেছি, চিপস খাচ্ছে, প্যাকেট পানিতে মিশে যাচ্ছে। এতে দূষণ তৈরি হচ্ছে। বড় বড় হাউসবোট নিয়ে আসছে। এটিও নিয়ন্ত্রণে আনতে হবে।

শনিবার দুপুরে স্পিডবোটযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা অংশের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক ও আশপাশের বিভিন্ন হাওর-নদীসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় উপদেষ্টা সঙ্গে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।