ময়জুল সভাপতি মধুসূদন সম্পাদক

লালমনিরহাট প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
ময়জুল সভাপতি মধুসূদন সম্পাদক


লালমনিরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলার মিশন মোড়ে এ সম্মেলনের আয়োজন করে জেলা কমিটি। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন।

লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রণজিৎ কুমার রায়সহ অন্য নেতারা। সম্মেলনের প্রথম পর্ব শেষে দুপুর ২টার দিকে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাঁড়িভাঙার ওভা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।