পাটগ্রাম ও সিংড়ায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে নেমে রাসেল মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অন্যদিকে নাটোরের সিংড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীর স্রোতের তোড়ে কৌশিক কুমার সাহা (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
পাটগ্রামে মৃত রাসেল বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কয়েকজন স্কুলছাত্র মিলে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে তাকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুকুরে পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সিংড়ায় মৃত কৌশিক কুমার রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকার স্বপন সাহার ছেলে ও রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সিংড়া পৌর শহরের ব্যবসায়ী নানা স্বরূপ সাহার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসলে গিয়ে স্রোতে পড়ে ওই ছাত্র নিখোঁজ হন। পরে সন্ধ্যায় ডুবরি দল তার লাশ উদ্ধার করে। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।