ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান : শিল্প উপদেষ্টা
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের দমন করতে হবে, প্রতিহত করতে হবে। গত শনিবার সকাল ৯টায় নাটোরে ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে, তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান রয়েছে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করছে। বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে।
অন্তর্বর্তীকালীন সরকরের এ উপদেষ্টা বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই অধিকার আদায়ে সংগ্রাম দমন করে ফেরেস্তার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ মুক্ত হয়।