তেঁতুলিয়া নদীর ৭০ হাত নিচে জাপানি জাহাজ

৩৩ বছর পর উদ্ধার

বরিশাল ব্যুরো
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
তেঁতুলিয়া নদীর ৭০ হাত নিচে জাপানি জাহাজ

মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদী থেকে জাপানে তৈরি একটি ডুবন্ত জাহাজ উদ্ধার করা হয়েছে। বাণিজ্যিক পণ্যবাহী জাহাজটি ৩৩ বছর আগে ডুবে যায়। উদ্ধারকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয়রা জানান, ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমবি মোস্তাবি জাহাজ খুলনার উদ্দেশে যায়। পথিমধ্যে মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে ঝড়ে ডুবে যায়। তৎকালীন সরকারের উদ্যোগে সরকারি কিছু মালামাল উদ্ধার করতে পারলেও জাহাজটি উদ্ধার করা যায়নি।

প্রায় দুই যুগ আগে নদী থেকে জেগে ওঠে চর মিঠুয়া গ্রামটি। পরে আবাদি জমি ও বসতি গড়ে ওঠে। তার আগে এই চরসহ ইউনিয়নের বিশাল অংশ ছিল উত্তাল তেঁতুলিয়া নদীর অংশ। বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগের কারণে এই রুটে চলাচল করত বড় বড় জাহাজ।

জাহাজ উত্তোলন কাজে জড়িত আব্দুল মন্নান বলেন, আমি ১৯৮৮ সাল থেকে কাজ করি। মোংলাপোর্ট ও চট্টগ্রাম পোর্টে কাজ করেছি। সবাই অপারগ হয়ে আমাকে ডেকেছে এই জাহাজটি উদ্ধার করার জন্য। অনেকে চেষ্টা করেও জাহাজটি উদ্ধার করতে পারেনি। আমরা আল্লাহর ইচ্ছায় সক্ষম হয়েছি। উদ্ধার করা জাহাজটির দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্থ ১৪ ফুট এবং উচ্চতা ১৭ ফুট। পাঁচ একর জমি খনন করে ৭০ হাত মাটির নিচ থেকে জাহাজটি উদ্ধার করা হয়।